বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইফার সাবেক ডিজির দুর্নীতি তদন্তের রিট শুনানি মুলতবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর সাবেক মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজালের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

 দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার নওশের আলী মোল্লা। আর রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল আলম বাবর।

এর আগে গত ১২ জানুয়ারি শামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন সময়ে প্রায় ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৬৪৪ টাকার দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটটি দায়ের করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক অর্থ ও হিসাব পরিচালক মুক্তিযোদ্ধা আইয়ুব আলী চৌধুরী।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির বিরুদ্ধে আইয়ুব আলী চৌধুরী ২০১৯ সালের ২৮ নভেম্বর দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন। সেই আবেদনের নিষ্পত্তি হয়নি। তাই এই রিট দায়ের করে শামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

সর্বশেষ খবর