বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

ঢাকার দুই সিটি ভোট নিয়ে পোস্টমর্টেম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক হারে কারচুপির সঙ্গে দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিকে চিহ্নিত করেছে বিএনপি। এ নিয়ে গতকাল দলের স্থায়ী কমিটির বৈঠকে পোস্টমর্টেম করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সংগঠনকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনে সরকারের সমালোচনার পাশাপাশি নিজেদের ত্রুটি-বিচ্যুতি নিয়েও আলোচনা হয়। এর বাইরে আগামী শনিবার কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত সমাবেশ সফল করার কৌশল নির্ধারণ করা হয়। লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ  চৌধুরী,  সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, ঢাকা সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের  ভোট কেন্দ্র দখল, কারচুপির পাশাপাশি বিএনপির সাংগঠনিক দুর্বলতাকেও চিহ্নিত করেছেন স্থায়ী কমিটির সদস্যরা।

এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাদের নিষ্ক্রিয়তা, ভোটের দিন তাদের অনুপস্থিতিসহ ঢাকা মহানগরকেন্দ্রিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই ভাবে ঢাকা দক্ষিণের বেশ কয়েকজন নেতার ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা। গুরুত্বপূর্ণ ঢাকা মহানগর বিএনপিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা। বৈঠকে খালেদা জিয়ার দুই বছর কারাবাস উপলক্ষে ঘোষিত সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কোনো কথা বলেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ খবর