শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সাংবাদিক সুমনের ওপর হামলা

কাউন্সিলর খোকনের ক্যাডার ইসমাইল রিমান্ডে

আদালত প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি নির্বাচনে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় পুলিশ ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার ইসমাইল ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের চিহ্নিত ক্যাডার। হামলায় অন্যদের সঙ্গে ইসমাইল নিজেও অংশ নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গত বুধবার রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মোস্তাফিজুর রহমান সুমন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন ইসমাইলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের দিন ঢাকা উত্তর ৩৪ নং ওয়ার্ড রায়েরবাজার জাফরাবাদ সাদেকখান রোড এলাকায় শেখ মোহাম্মদ হোসেন খোকনের (টিফিন ক্যারিয়ার মার্কা) অনুসারীরা সহিংসতা শুরু করে। খবর পেয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘আগামী নিউজ ডটকমে’র ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনসহ অন্য সাংবাদিকরা সেখানে দ্রুত ছুটে যান।

 বেলা ১২টার সময় সুমন সেখানে পৌঁছান। এ সময় শেখ মোহাম্মদ হোসেন খোকনের অনুসারীরা একটি বড় সশস্ত্র মিছিল নিয়ে জাফরাবাদের দিকে যাচ্ছিল। পেশাগত দায়িত্ব পালনে সুমন তথ্য সংগ্রহ বাদেও তা মোবাইলে ভিডিও ধারণ করেন। যার কয়েকটি ভিডিও ভিকটিমের কাছে সংরক্ষিত আছে। ভিডিও ধারণের সময় মিছিল থেকে ১২/১৫ জন সন্ত্রাসী ক্যাডার ভিকটিমের ওপর চড়াও হন এবং তাকে গালিগালাজ করেন। তার হাতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য উদ্যত হন। আসামিরা সুমনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও হকিস্টিক লাঠি রড দিয়ে রাস্তায় ফেলে পেটাতে থাকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সুমনের কাছে থাকা মোবাইল ফোন, ক্যামেরা, লেন্স, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অফিশিয়াল আইডি কার্ড, মানিব্যাগসহ নগদ ৪৮০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেয় এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। গ্রেফতার আসামি ইসমাইল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর