শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার নেতৃত্বে নারীসমাজ সম্মানের আসনে অধিষ্ঠিত

-এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত জোরালো। তার নেতৃত্বে ও আন্তরিকতায় বাংলাদেশের নারীসমাজ আজ সারা বিশ্বে সম্মানের আসনে অধিষ্ঠিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো নারী স্পিকার, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত, পুলিশের এসপি, বিশ্ববিদ্যালয়ে নারী ভাইস চ্যান্সেলর, নারী বিচারপতি, মহিলা সেনা কর্মকর্তাসহ নানা পদমর্যাদায় নিয়োগ দিয়ে নারীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। যা অন্য কোনো সরকারপ্রধান করতে পারেননি। গতকাল রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

লালমাটিয়া মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক রোকেয়া প্রাচী প্রমুখ।

সর্বশেষ খবর