রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
তিন আসনে উপনির্বাচন

ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এ তিন আসনের নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিতে বলা হয়েছে। এ ছাড়া এসব এলাকায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বদলি স্থগিত করেছে ইসি।

আগামী ২১ মার্র্চ একই দিনে এ তিন আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৯ ডিসেম্বর শেখ ফজলে নূর তাপসের পদত্যাগে শূন্য হয় ঢাকা-১০ আসন। আর ২৭ ডিসেম্বর মো. ইউনূস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ ও ১০ জানুয়ারি মো. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য হয়।

সর্বশেষ খবর