রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন সম্ভব নয় : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভোটার জনগণের নির্বাচনী পদ্ধতির ওপর অনাস্থা তৈরি হয়েছে। এ অনাস্থা শুধু সরকার বা বিদ্যমান নির্বাচন কমিশনের ওপর নয়, সমগ্র গণতান্ত্রিক পদ্ধতির ওপর অনাস্থা। এর অর্থ গণতান্ত্রিক পদ্ধতিতে আর সরকার পরিবর্তন সম্ভব নয়। গণঅভ্যুত্থানই সরকার পরিবর্তনের একমাত্র পথ। রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সম্পাদকমন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। সভায় আরও বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, লোকমান হাকিম প্রমুখ।

সর্বশেষ খবর