সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইউএস বাংলার বহরে নতুন উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক

‘বিশ্বের সর্বোচ্চ নিরাপদ, আরামদায়ক ও অত্যাধুনিক প্রযুক্তির’ এটিআর৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট এখন ইউএস বাংলায়। এই উড়োজাহাজেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি আকাশ পরিবহন সংস্থাটি। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিস্তারিত জানাতে সিলেটের পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরে এই সংখ্যা দশে গিয়ে দাঁড়াবে। এই প্রযুক্তির এয়ারক্রাফট দেশীয় কোনো এয়ারলাইনসের বহরে নেই।’

সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট অপারেশন পরিচালক মনিরুল হক জোয়ারদার ও মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর