শিরোনাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ই-পাসপোর্টে রূপান্তর করা হবে এমআরপি : সংসদে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ই-পাসপোর্ট প্রবর্তন করেছে। বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও ই-পাসপোর্ট যুগপৎভাবে চলমান রয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব  মেশিন রিডেবল পাসপোর্ট ই-পাসপোর্টে রূপান্তর করা হবে। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার তিনটি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। আগামী ১৮ মাসের মধ্যে সকল অফিসে এটা চালু হবে। গতকাল জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। প্রশ্নকত্রীঁ ছিলেন শামসুন নাহার। দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে। বর্তমানে কারাগারগুলোতে বন্দী ধারণ ক্ষমতা ৪০ হাজার ৯৪৪। আর কারাবন্দীর সংখ্যা ৮৮ হাজার ৮৪ জন।

এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন আইনে মাদক ব্যবসার নেপথ্যে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। মিয়ানমারের ইয়াবা পাচারকারীরা বাংলাদেশকে একটি রুট হিসেবে ব্যবহার করে আসছে। সুলতানা নাদিরার লিখিত প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও  ভৌগোলিক কারণে মাদক সমস্যার কবলে পড়েছে। ইয়াবা প্রবেশ করে মিয়ানমার থেকে। আর ভারত থেকে গাঁজা,  ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ প্রবেশ করে বাংলাদেশে।

সর্বশেষ খবর