শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পল্টনের ডিআর টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনের বক্সকালভার্ট রোডে অবস্থিত ডিআর টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ৮টি ইউনিটের সহযোগিতায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৯তলা ডিআর ভবনের ১২তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আগুন লাগার সংবাদে ডিআর ভবনের ভিতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভবনে ১০০ কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। তবে আগুন লাগার খবর পেয়ে তারা সবাই নিচে নেমে আসতে সক্ষম হন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল এই ভবনের ১২ তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। ভবনটিতে ইসলামী ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়সহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ভবনের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর