শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস এসোসিয়েশন’র (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীর থিম ছিল ‘অ্যানোমেলি’। আলোকচিত্রগ্রাহকরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে যেই ধরনের ব্যতিক্রমধর্মী ছবির মাধ্যমে মানুষের দর্শন ও পারিপাশির্^ক পরিবেশ ফুটিয়ে তোলে তাই মূলত ‘অ্যানোমেলি’।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই প্রদর্শনীর প্রথম পর্বের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এই ধরনের আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. তানজিনা চৌধুরী, সুপার সভাপতি শাহ নেওয়াজ সায়েম, সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ প্লাবনসহ অন্যরা। প্রদর্শনী সম্পর্কে সুপার সভাপতি সায়েম বলেন, জার্মানি, ভারত ও বাংলাদেশের বিভিন্ন ফটোগ্রাফারদের পাঠানো ৩ হাজারেরও অধিক ছবি থেকে ৬২টি ছবি ও ২টি ফটো স্টোরি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রদর্শনীর দ্বিতীয় পর্ব ১২ ও ১৩ মার্চ কলকাতার গোল্ড গ্যালারিতে এবং তৃতীয় পর্ব এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর