শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষে ৮-১৪ মার্চ পুলিশ সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে আগামী ৮-১৪ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী পুলিশের সব ইউনিটে ‘পুলিশ সেবা সপ্তাহ’ পালন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল পুলিশ সদর দফতরে ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন। আইজিপি নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণের মামলা অধিক গুরুত্বসহ তদন্তের জন্য সব পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে সঠিক রিপোর্ট প্রদান করতে হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। দুই পর্বের এ কনফারেন্সের প্রথম পর্বে পুলিশ সদর দফতরের এআইজি থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পুলিশিং ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। দ্বিতীয় পর্বে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর