রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে প্রস্টেট অপারেশন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্টেট রোগীদের বিনামূল্যে অপারেশন সেবা দেওয়া হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে এ সেবা কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি রোগীদের অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা এবং থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের দ্বিতীয় তলায় রেফারেল বহির্বিভাগে অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপারেশন করা হবে। আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং এর ডিরেক্টর জেনারেল প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, প্রস্টেট সমস্যা একটি ব্যয়বহুল চিকিৎসা। সমাজের অনেক দরিদ্র রয়েছেন যারা অর্থের অভাবে এই চিকিৎসা করতে পারেন না। যারা প্রস্টেট সমস্যায় ভুগছেন তারা আদ-দ্বীন হাসপাতালে এসে বিনামূল্যে সেবা নিতে পারেন।

সর্বশেষ খবর