রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মার্চে তাপমাত্রা উঠতে পারে ৩৮ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

মার্চের শেষের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট ও দিনাজপুর এলাকায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যদিও সাধারণত এপ্রিলে তাপমাত্রা এমন অবস্থায় থাকে। এবার একটু আগেই তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও এখন মৃদু শ্বৈতপ্রবাহ নেই। শ্বৈতপ্রবাহ হওয়ার আশঙ্কাও নেই। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর