রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দিল্লিতে বাংলাদেশ মিশনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নয়াদিল্লি প্রতিনিধি

প্রভাতফেরি ও দূতাবাসে নতুন করে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও তার স্ত্রী জাকিয়া হাসনাত ইমরানের নেতৃত্বে প্রভাতফেরিতে অংশ নেন মিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। পরে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও ছিলেন কম্বোডিয়ার রাষ্ট্রদূত ইউএনজি সিয়ান।

হাইকমিশনার ইমরান এক সংক্ষিপ্ত ভাষণে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। অমর একুশের শহীদদের অবদানের বর্ণনা দিয়ে হাইকমিশনার একটি স্মরণিকা প্রকাশ করে। বিকালে মিশনের মৈত্রী হলে আলোচনা সভা হয়েছে। এরপরই বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতির ওপর ভিডিও প্রদর্শন করা হয়। নয়াদিল্লিতে কর্মরত ইউনেস্কোর এক কর্মকর্তা ইউনেস্কো মহাপরিচালক জুয়ান পাবলো রামিরেজ মিরান্ডার একটি বাণী পাঠ করে শোনান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করে দিল্লিভিত্তিক সংগঠক ‘সাংস্কৃতিক’।

সর্বশেষ খবর