শিরোনাম
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আইসিইউ নীতিমালার অগ্রগতি জানতে চেয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও  করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে হাই কোর্ট। একই সঙ্গে যেসব জেলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ নেই, সেখানে তা স্থাপনের কী ব্যবস্থা করা হয়েছে তাও জানাতে বলা হয়েছে। এ তথ্য সংবলিত প্রতিবেদন স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) হলফনামা আকারে আগামী ৪৫ দিনের মধ্যে দাখিল করতে বলেছে আদালত। এ সংক্রান্ত রিটের শুনানিতে গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।

২০১৯ সালের ০৭ মার্চ দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে কতগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) আছে, তার একটি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। একই সঙ্গে আদালত একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপনে কত টাকা খরচ হয়, কী পরিমাণ লোকবল ও বিশেষজ্ঞ প্রয়োজন, সে বিষয়েও প্রতিবেদন দিতে বলেছে। ওই আদেশের ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য আসে।

সর্বশেষ খবর