শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাত দাবিতে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সাত দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ সহকারীরা। গতকাল  জাতীয়  প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির ডাকে কর্মসূচিতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক পরিবার কল্যাণ সহকারী অংশ নেয়। তাদের দাবিগুলো হলোÑ পরিবার কল্যাণ সহকারীদের   বেতন স্কেল ১৭ থেকে ১৩তম গ্রেডে উন্নীত করা, ৬ মাসের সিএসবিএ প্রশিক্ষণ ও প্রশিক্ষণ প্রাপ্তদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পেইড ভলান্টিয়ার নিয়োগ বন্ধ এবং যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের নির্ধারিত সময়ের পর নবায়ন না করা।  এ ছাড়া নিয়োগ বিধির কাজ এক মাসের মধ্যে চূড়ান্তকরণের ঘোষণা ও পরিবার কল্যাণ সহকারীদের  সিনিয়র পরিবার কল্যাণ সহকারী (পদ সৃষ্টি পূর্বক) পদে শতভাগ পদোন্নতিসহ সিলেকশন গ্রেড প্রদান এবং এফডব্লিউভি পদে প্রেষণে ৩০ ভাগ কোটা পুনর্বহাল করা।

আমেনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-  মাকসুদা বেগম, রাজিয়া খাতুন প্রমুখ।

সর্বশেষ খবর