সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

রংপুরে ১১ দেশের সেনা কর্মকর্তার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে চীন, ভারত, সৌদি আরবসহ ১১ দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ও ভ্রমণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ন্যাশনাল ডিফেন্স কোর্স-এনডিসিতে অংশ নেওয়া ১১ দেশের কর্মকর্তারা রংপুর বিভাগীয় কমিশনার ও পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজিসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সভায় রংপুর অঞ্চলের শিল্প সংস্কৃতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সভায় অভ্যন্তরীণ প্রতিরক্ষা ও ভ্রমণ বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন, চীনের সেনা কর্মকর্তা চে জেন লি, বারমুডার সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আলী  মোহাম্মদ, ভারতের সেনাকর্মকর্তা গুরু কৃষ্ণ, সৌদি আরবের সেনা কর্মকর্তা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, পাকিস্তানের সেনা কর্মকর্তা মোহাম্মদ শরীফ, নাইজেরিয়ান সেনা কর্মকর্তা এ টি লাওয়াল, নেপালের সেনা কর্মকর্তা দিনেশ কুমার প্রমুখ।

সভায় রংপুর বিভাগের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, উন্নয়ন সম্ভাবনা ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন,  আবু তাহের  মোহাম্মদ মাসুদ রানা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল  জামাল  হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনসহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর