সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রথমবারের মতো ‘ফার্টিলিটি এক্সপো’র আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বন্ধ্যত্ব সমস্যার সমাধানে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘ফার্টিলিটি এক্সপো’। আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। তারা অংশগ্রহণকারীদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন। কংগ্রেসিয়ার উদ্যোগে এবং ফার্টিলিটি ও স্টারিলিটি সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘ফার্টিলিটি এক্সপো’র আয়োজন করা হয়েছে। আয়োজনের প্রধান উপদেষ্টা প্রফেসর টি এ চৌধুরী বলেন, অনুষ্ঠানটি হবে সচেতনতা এবং শিক্ষামূলক। এখানে বন্ধ্যত্ব সম্পর্কে মানুষের অজ্ঞতা, ভুল ধারণাসহ অন্য বিষয়েও অংশগ্রহণকারী দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানতে পারবেন। বন্ধ্যত্ব চিকিৎসার সাম্প্রতিক এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কেও জানতে পারবেন অংশগ্রহণকারীরা।

দিনব্যাপী এই আয়োজনে সন্তানপ্রত্যাশী দম্পতিরা ফার্টিলিটি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত স্বনামধন্য আইভিএফ সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, প্রজনন ও উর্বরতা সংক্রান্ত ওষুধ আমদানিকারক ও প্রস্তুতকারক সংস্থাসহ সব পক্ষকে পাবেন এক জায়গায়।

সর্বশেষ খবর