মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়া পাচারকালে ৩৭ রোহিঙ্গা উদ্ধার ৩ দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিন দালালকে আটক করেছে পুলিশ। গতকাল ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূলে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে চারজন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল। রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এস এম আতিক উল্লাহ জানান, ভোর রাতে রেজু খালের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গা জড়ো করা হয়েছে খবরে পুলিশ অভিযান চালায়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দালাল পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল।

সর্বশেষ খবর