মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘পাপিয়াকে নিয়ে বারিধারায় চাঁদা নিতে যান সাবেক এক এমপি’ শিরোনামে ২ মার্চ বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। প্রতিবাদে তিনি বলেন, সেদিন আমার সঙ্গে আমার এক বান্ধবী ছিলেন, যিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীর মেয়ে। রিপোর্টে যে বাড়ির কথা বলা হয়েছে সেটা তাদের বাড়ি। তাদের পারিবারিক ঝামেলা হলে আমাকে নিয়ে তিনি ওই বাড়িতে যান, যা গুলশান পুলিশের ডিসি ও গুলশান থানা অবহিত আছেন। আমার বান্ধবীর সঙ্গে তার স্বামীর পারিবারিক কিছু সমস্যা ছিল। তা মেটাতে গিয়েছিলাম। ওখানে পাপিয়ার কোনো অস্তিত্ব ছিল না। এখানে চাঁদা চাওয়ার কথা উঠবে কেন? আমরা সঙ্গে করে গুলশান থানার পুলিশ নিয়ে গিয়েছিলাম। বিষয়টা গুলশানের ভিসি অবহিত ছিলেন। বিশেষজ্ঞ দিয়ে ভিডিও ফুটেজ পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে। আমি মনে করি অহেতুক বানোয়াট সংবাদ পরিবেশন করে কিছু স্বার্থান্বেষী মানুষকে খুশি করার জন্য একটা মহল আমার পেছনে উঠেপড়ে লেগেছে।

প্রতিবেদকের বক্তব্য : অনলাইনের ভাইরাল ভিডিও থেকে রিপোর্টটি করা।

সর্বশেষ খবর