শিরোনাম
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

চাকরি স্থায়ীকরণ দাবিতে এসিটি শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণ দাবিতে সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা (এসিটি) অবস্থান শুরু করেছেন। গতকাল তারা এ কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সারা দেশ থেকে তিন শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। এসিটি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যানারে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মাহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাহারুল, মুখপাত্র শাহাদাতুল মুঈদসহ অন্যরা এতে বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রকল্পের মেয়াদ শেষে চাকরি স্থায়ীকরণের দাবিতে এর আগে তারা দফায় দফায় আন্দোলন করেছেন। গত বছর ফেব্রুয়ারিতে আন্দোলন চলাকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসিটি শিক্ষকদের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু আজও এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। শিক্ষাবান্ধব সরকারের স্লোগান ‘মুজিববর্ষে কেউ থাকবে না বেকার’ তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আগে সেকায়েপভুক্ত এসিটিদের বিনা শর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে স্থানান্তর বা চাকরি স্থায়ীকরণের লিখিত প্রজ্ঞাপনের জোর দাবি জানান তারা।

সর্বশেষ খবর