মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভারতে সহিংসতায় ঐক্য পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারতে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের সম্প্রীতি, সৌহার্দ্য ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে দেশটির সরকার ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, সাম্প্রদায়িক সমস্যা সমাধানের জিগির তুলে অখন্ড ভারত ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়েছে। কিন্তু সুদীর্ঘ সাত দশক পর আজও দক্ষিণ-পূর্ব এশিয়ার এ অঞ্চলে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এর কোনো সমাধান হলো না। সমস্যা জটিল থেকে আরও জটিলতর হচ্ছে, যা দুঃখের ও উদ্বেগের। সভায় সভাপতিত্ব করেন ড. নিম চন্দ্র ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্তী রায়, মনীন্দ্র কুমার নাথ, পদ্মবতী দেবী, অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

সর্বশেষ খবর