শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

পণ্যের মান নিয়ে আপস করবে না বিএসটিআই

-------------------- মহাপরিচালক

পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারও সঙ্গে কোনো আপস নেই বলে জানিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটিআই সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিএসটিআইর মানচিহ্নকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই। একই সঙ্গে তিনি বাধ্যতামূলক ১৮১টি পণ্যে বিএসটিআইর লোগো না থাকলে সেগুলো কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।   

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর