রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইসলামী অর্থব্যবস্থায় ন্যায়নীতি প্রতিষ্ঠা সম্ভব

---------------------- মুফতি ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ইনসাফভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তুলতে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, মানুষকে ইসলামী অর্থব্যবস্থার সুফল বুঝাতে সক্ষম হলে অচিরেই সারাবিশ্বে ইসলামী অর্থব্যবস্থা গড়ে তোলা এবং মানবতা, ইনসাফ ও ন্যায়-নীতি প্রতিষ্ঠা সম্ভব হবে। গতকাল রাজধানীর মৌচাক সানারপাড়ার মারকায মিলনায়তনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ বিক্রমপুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, দেশের বাস্তব জীবনে আধুনিক ইসলামী অর্থব্যবস্থার যথাযথ প্রয়োগের ক্ষেত্রে নানামুখী জটিলতার এই মুহূর্তে মুফতি আব্দুল্লাহর মতো একজন যোগ্য ইসলামী চিন্তাবিদদের সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়া দেশবাসীর জন্য সুসংবাদ। এ সময় আরও বক্তব্য রাখেন, মুফতি ড. আব্দুল্লাহ বিক্রমপুরী, মুহাম্মাদ সাঈদ উল্লাহ, হাকিম মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।  বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা বেলায়েত হোসাইন ফিরোজী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল হালিম প্রমুখ। সভায় মারকাযের পক্ষ থেকে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ বিক্রমপুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভায় আগামী রমজানের আগে মুফতি আব্দুল্লাহকে জাতীয়ভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ খবর