সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনায় শিক্ষক তয়ন হত্যায় পাঁচ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরের চাঞ্চল্যকর স্কুল শিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এই রায়  দেন। দ প্রাপ্তরা হচ্ছেন- কাজী ফরহাদ হোসেন, কাজী মুরাদ, মো. জাকির, কাজী রওনাকুল ইসলাম রনো ও সাইফুল ইসলাম। এদের মধ্যে মো. জাকির পলাতক রয়েছেন। এছাড়া অভিযুক্ত কাজী সাব্বির হোসেন ও কাজী মাসুমকে খালাস দেওয়া হয়েছে। নিহত কাজী তাসফিন হোসেন তয়ন খালিশপুর মুজগুন্নী মেইন রোডের কাজী ফেরদৌস হোসেন তোতার ছেলে। তিনি পেশায় স্কুল শিক্ষক ছিলেন। জানা যায়, ২০১৮ সালের ২৮ আগষ্ট বিকালে নিখোঁজ হয় তয়ন। পরে পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের ডোবা থেকে তয়নের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ হত্যায় দায় স্বীকার করে আসামি সাইফুল ও সহযোগী কাজী মুরাদ আদালতে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় তয়নের বাবা ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান ৭ জনকে অভিযুক্ত করে একই বছরের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

সর্বশেষ খবর