সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে গ্লকোমা স্ক্রিনিং শুরু

প্রতিদিন ডেস্ক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে চোখের গ্লকোমা স্ক্রিনিং করা হচ্ছে। বিশ্ব গ্লকোমা দিবস উপলক্ষে গতকাল শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনামূল্যে গ্লকোমা পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে রোগীদের ০১৭৭৫-৫৫৯৯৭৭ মোবাইল নম্বর, অথবা ০২৮৪৩১৯৪৮, ৫৫০৩৬৬৭২-৭৩ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া গ্লকোমা দিবস উপলক্ষে আগামী ১১ মার্চ সকাল ৯টায় ৪৭৮ (এ অ্যান্ড ডি), ব্লক-ডি, রোড-৫, সাবরিনা সোবহান সড়ক, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ ঠিকানাস্থ বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে র‌্যালি ও দুপুর ১২টায় কনফারেন্স হলে (চতুর্থতলা) গ্লকোমা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ খবর