শিরোনাম
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ দাবি

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবি জানিয়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানান তারা। সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। আয়োজক সংগঠনের সভাপতি মো. আবদুল ওহাবের সভাপতিত্বে নূরুল হক নূরসহ অন্যরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের দাবির মধ্যে আরও রয়েছে- ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় বেতন স্কেল প্রদান করা, শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিনের ব্যবস্থা করা।

, ইবতেদায়ি শিক্ষকদের শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

মাদ্রাসা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর