বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

রংপুরের কাউন্সিলর ফুলুর ৬ মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চেক ডিজঅনার মামলায় রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ৬ মাসের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল রংপুরের যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক এফ এম হাউসানুল হক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।

মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর আশরতপুর চকবাজারের ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিনের কাছ থেকে ২০১৬ সালে দুই লাখ ৬০ হাজার টাকা ধার নেন নগরীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু। পরে মমিনকে ২০১৬ সালের ৩০ জুন ২ লাখ ৬০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। ওই সালের ২৮ ডিসেম্বর তিনি ডাচ্-বাংলা ব্যাংক রংপুর শাখায় চেকটি জমা করলে ব্যাংক কর্তৃপক্ষ কাউন্সিলরের হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করেন। পরে ধারকৃত টাকা ফেরত চেয়ে মমিনুল ইসলাম মমিন ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে কোতোয়ালি থানা আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

 দীর্ঘ ৩ বছর মামলা বিচারাধীন থাকার পর গতকাল ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ছয় মাসের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় আসামি ফজলে এলাহী ফুলু উপস্থিত ছিলেন না।

সর্বশেষ খবর