বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, এ ধর্ম কোনো সন্ত্রাসবাদ সমর্থন করে না। দেশে ও সমাজে শান্তি স্থাপনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। কেননা, ধর্মীয় শিক্ষা মানুষকে আদর্শ বানায়। ঢাকা জেলার মোহাম্মপুরে শহীদ পার্ক (টাউন হল) ময়দানে  মরহুম জৈনপুরী পীর আল্লামা সৈয়দ লুৎফুর রহমানের ৪৩তম ওফাত বার্ষিকী উপলক্ষে আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এমএ মাদ্রাসা ও রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফের উদ্যোগে এক  ইসলামী সম্মেলনে তিনি একথা বলেন।

জৈনপুরীর পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছিনের সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন, মাওলানা সাব্বির আহমদ মোমতাজী, প্রিন্সিপাল মুফতি এজহারুল হক, হাফেজ মাওলানা ড. এইচ এম রমজান পাশা, আল্লামা মুফতি আলাউদ্দিন দলিলি প্রমুখ।

সর্বশেষ খবর