বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিল্পপতি রহিম উদ্দিন ভরসার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শিল্পপতি রহিম উদ্দিন ভরসার ইন্তেকাল

সাবেক এমপি, ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, আলহাজ রহিম উদ্দিন ভরসা (৮৫) আর নেই। গতকাল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ৫ ছেলে ৯ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহিম উদ্দিন ভরসা ১৯৩৫ সালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের সময়ে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ছোট ভাই করিম উদ্দিন ভরসার কাছে ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শিল্পপতি টিপু মুনশির কাছে পরাজিত হন। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক ছাড়াও তিনি রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত ১৫টিরও বেশি কোম্পানিতে কাজ করে হারাগাছসহ রংপুরের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর