শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাটিরাঙায় পাঁচ নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙায় সহিংসতার ঘটনায় এক বিজিবি সদস্যসহ পাঁচজন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার রাত পৌনে ১২টায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি জেলা ম্যাজেস্ট্রিট খন্দকার রেজাউল করিমের নেতৃত্বে অপর দুই সদস্য। তবে সাত পাতার এই তদন্ত প্রতিবেদনে কী আছে তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন খন্দকার রেজাউল করিম। প্রসঙ্গত, খাগড়াছড়ির মাটিরাঙায় গাজীনগরে জনৈক মুছা মিয়ার বাগানের কাঁঠাল গাছ কাটা ও পরিবহনকে কেন্দ্র করে গত মঙ্গলবার এক সহিংস ঘটনায় এক বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় খাগড়াছড়ির জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে আহ্বায়ক করে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর