শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সরকারি কর্মচারীদের সাত দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

নবম পে-স্কেল প্রদানসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। এ সময় সংগঠনের সভাপতি মো. ওয়ারেছ আলী, কার্যকরী সভাপতি আক্তারুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক কায়সার রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে খায়ের আহমেদ বলেন, সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার। বৈষম্য বিলোপে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত ৯ম পে স্কেল প্রদান করতে হবে কর্মচারীদের। ৯ম পে স্কেলে সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা ও সর্বোচ্চ এক লাখ ২৫ হাজার টাকা করতে হবে। ১০ থেকে ২০ গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করতে হবে।

 পেনশন গ্র্যাচুইটির হার ১:৩৫ করতে হবে। তিনি বলেন, উন্নয়ন খাতে কর্মচারীদের যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা প্রদানের হাই কোর্টের রায় বাস্তবায়ন করতে হবে। সিনিয়র সচিব ও সচিব পদের কর্মকর্তাদের বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী বাবদ অর্থ বরাদ্দ না করে দুই পদে স্থায়ী নিয়োগ দিতে হবে। আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল করতে হবে। তিনি বলেন, কর্মরত অবস্থায় কেউ মারা গেলে ১৫ লাখ ও দুর্ঘটনায় মারা গেলে ৩০ লাখ টাকা এককালীন প্রদান করতে হবে।

সর্বশেষ খবর