শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত বাস ও ট্রেন সার্ভিস স্থগিত ঘোষণা

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত সরকার ঢাকা-কলকাতা এবং অন্যান্য পথে ভারত থেকে বাংলাদেশে যাতায়াতের বাস ও ট্রেন সার্ভিস ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। দিল্লিতে গতকাল বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এ ঘোষণা দেওয়া হয়।

কভিড-১৯ মোকাবিলার ব্যাপারে নরেন্দ্র মোদি গতকাল অনেক টুইট করেন। একটি বার্তায় তিনি বলেন, ‘আমাদের এ গ্রহ নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। সরকারগুলো এবং জনগণ নানাবিধ পন্থায় এ ভাইরাস মোকাবিলায় যথাসাধ্য করছে। দক্ষিণ এশিয়ায় বিপুলসংখ্যক মানুষের বাস। এদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে দক্ষিণ এশিয়াকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। তাই সুদৃঢ় একটি কৌশল স্থির করার জন্য আমি সার্ক দেশের নেতাদের কাছে প্রস্তাব রাখছি।’

দিল্লিতে সিনেমা হল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দিল্লি রাজ্য সরকার বৃহস্পতিবার করোনাভাইরাস মহামারীর আকার নিয়েছে জানিয়ে ঘোষণা করেছে যে, ৩১ মে পর্যন্ত ভারতের রাজধানীর সব সিনেমা হল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে স্কুল-কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে পদস্থ সরকারি কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর