সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা করবে থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস বলেছেন, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্ত বাণিজ্যের সম্প্রসারণে সহযোগিতা করবে থাইল্যান্ড। এ সময় তিনি উভয়  দেশের উন্নয়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন। তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেন।  সংসদ ভবনে গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক, নারীর ক্ষমতায়ন, দুই দেশের পারস্পরিক পর্যটন সম্ভাবনা, উভয় দেশের পারস্পরিক সংসদ সফরের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতা লাভের পর হতে থাইল্যান্ড বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করি। এ সময় তিনি বাংলাদেশ-থাইল্যান্ড সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে দুই দেশের সংসদীয় সম্পর্ক  জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী উন্নয়নে বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের পদায়ন ও উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করে নারী অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের সব নারীর উচ্চশিক্ষা অর্জনের স্বার্থে দেশে এশিয়ান উইনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করা হয়েছে।

সর্বশেষ খবর