বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা প্রতিরোধে হাত ধোয়া কর্মসূচি ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৫টি স্থানে পথচারীদের জন্য হাতধোয়া কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম গুলশানে এ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানগুলো হচ্ছে উত্তরায় রবীন্দ্র সরণি (বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ), রাজলক্ষী মার্কেটের সামনে, মাসকট প্লাজার সামনে, খিলক্ষেত বাস স্ট্যান্ড, বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে, মিরপুরে সনি সিনেমা হলের সামনে, গ্রামীণ ব্যাংকের বিপরীতে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ের সামনে, মিরপুর ১০ নম্বর  গোলচত্বরে ফায়ার সার্ভিসের সামনে, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড, মিরপুর ১৪ নম্বর মার্ক মেডিকেলের সামনে, মিরপুর ১০ নম্বরে শাহ আলী মার্কেটের সামনে, মিরপুর শপিং মলের নিচে, মিরপুর ১ নম্বর  কো-অপারেটিভ মার্কেটের সামনে, গাবতলী পশু হাট,  শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, মোহাম্মদপুর টাউন হলের সামনে,  মোহাম্মদপুর বসিলা রোডের নতুন রাস্তার কালভার্টের উপর, কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে, আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে, গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে, গুলশানে পুলিশ প্লাজার সামনে, কাকলী বাসস্ট্যান্ড, মহাখালী ডিএনসিসি আঞ্চলিক অফিসের সামনে এবং রামপুরা বাজার।

কর্মসূচি উদ্বোধনকালে আতিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে বাসযাত্রী এবং পথচারীরা এ সব স্থানে হাত ধুতে পারবেন। এজন্য সাবান ও পানি ডিএনসিসি থেকে সরবরাহ করা হবে। করোনা আক্রান্ত রোগীদের জন্য মহাখালীতে ডিএনসিসির নতুন মার্কেটটি ব্যবহার করা  যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর