বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাজস্ব আহরণ আরও গতিশীল করতে হবে

-এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, আমাদের প্রধান কাজ শুল্ক-কর আরোপ করা ও তা আদায় করা। এ ছাড়া শুল্কনীতি প্রণয়নসহ চোরাচালান নিরোধ আইন ও বিধি প্রণয়ন করাও আমাদের কাজ। এখন যে সময়, এ সময়ে কীভাবে রাজস্ব আহরণ আরও গতিশীল করা যায়, সে বিষয় নিয়ে কাজ করতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজস্ব ভবনে মুজিব কর্নার স্থাপন ও জাতীয় সঞ্চয় অধিদফতরের সঞ্চয় অ্যাপের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, সঞ্চয় অ্যাপ হলো অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদফতর কর্তৃক প্রবর্তিত বিভিন্ন সঞ্চয় স্কিমের একটি তথ্যমূলক অ্যাপ। অ্যাপটিতে দশটি মেনু রয়েছে। মেনুর অধীনে বিভিন্ন সাব-মেনু রয়েছে। অ্যাপে জাতীয় সঞ্চয়ের ১১টি স্কিম সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি রয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের মুখে নয় মনে ধারণ ও লালন-পালন করতে হবে। সে অনুযায়ী আমাদের কাজও করতে হবে। শুধু মুখে মুখে বলব আর কাজ করব না, তাহলে তো হবে না। সততা ও আদর্শ ছাড়া কোনো কাজে সফলতা আসে না। তিনি বলেন, বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, কীভাবে দেশটাকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন, সে জায়গায় আমাদের কাজ করতে হবে। তাহলেই আমরা যেমন বাংলাদেশ দেখতে চাই, তেমনটাই দেখতে পারব।

সর্বশেষ খবর