বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুরান ঢাকায় মৃত নারীর নামে মারপিটের মামলা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ওয়ারীতে মৃত এক নারীর নামে মারপিটের অভিযোগে মামলা হয়েছে। মামলা নম্বর সিআর ৮৯/২০। ওই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি সমন জারি হয়। সমনটি গত ১৫ মার্চ মৃত পূর্ণিমার বাড়িতে পৌঁছায়, যিনি দুই বছর আগে মারা গেছেন। এ নিয়ে ওয়ারীর রবি দাস পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বাদী মৃত পূর্ণিমার ঘরের সামনে বহুতল ভবনের জমির মালিক আলতাফুল হুদা টিটু। আসামিরা হলেন- সুইটি রবি দাস, শিল্পী রবি দাস ও তাদের মৃত মা পূর্ণিমা রবি দাস। জানা গেছে, প্রতিমা রাণী রবি দাস ও শিল্পী রবি দাস নামে দুই বোন আজন্ম ওয়ারীর রবি দাস পাড়ার বাসিন্দা। তাদের মা পূর্ণিমা ও পিতা বিগণ রবি দাস পরলোকগত। দুই বোন এনজিওতে চাকরি করেন। ১২/৪০, হেয়ার স্ট্রীটের রবি দাস পাড়ায় ৩০০টি পরিবার বসবাস করছে। সরকারের কাছ থেকে ১০০ বছরের জন্য লিজ হিসেবে পাওয়া এই জায়গায় ১৯৫টি ঘর রয়েছে। এই সম্প্রদায়ের সদস্যরা নিজের মতো করে অবকাঠামো তৈরি করে বসবাস করছেন। প্রতিমা ও শিল্পী জানান, তাদের ঘরটি দোতলা। বার বার টিন-কাঠ পাল্টাতে হতো বলে ২০১৮ সালে পুনর্নির্মাণ করেন। পরিবর্তন শুধু টিনের জায়গায় ছাদ দেওয়া হয়েছে। সম্প্রতি তারা দুই তলা ঘরের উপর টিনের ছাউনি করতে গেলে পুলিশ কাজ বন্ধ করে দেয়। দুই বোন পুলিশের উদ্দেশে বলেন, সবাই দোতলা-তিন তলা করেছে, তাদের বেলায় বাধা নেই, আমাদের বেলায় বাধা কেন? জবাবে পুলিশ প্রতিবেশি আলতাফুল হুদা টিটুর সঙ্গে মীমাংসার কথা বলে। টিটুর সঙ্গে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে ওই দুই বোন জানতে পারেন-তাদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারপিটের মামলা হয়েছে। আসামি করা হয়েছে দুই বছর আগে মারা যাওয়া তাদের মা পূর্ণিমা রবি দাস দাসকেও।

সূত্র জানায়, এই দুই বোনের ঘরে ক্লিনিকের কার্যক্রম চলে। বিনামূল্যে গর্ভবতী নারীর চেকআপসহ সব বয়সী নারী-পুরুষ ও শিশুর চিকিৎসা দেওয়া হয়। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের অধীনে এই কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন প্রতিমা। এছাড়া এখানে শিশু সুরক্ষা ও অধিকার এবং সুবিধাবঞ্চিত শিশুর প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

সর্বশেষ খবর