বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

জাতির পিতার জন্মদিন বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয় দিন

------------------------------------- স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিবশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষ রোপণ অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করার আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গতকাল গাছের চারা রোপণ করে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ প্রজাতির ৩৩ লাখ বৃক্ষ রোপণ করা হচ্ছে। যার মধ্যে হলুদ পলাশ, নীলমনি, কেবুবিয়াসহ বিভিন্ন ফুল ও ফলের গাছের চারা রয়েছে। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গোপালগঞ্জে যাওয়ার আগে স্পিকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সর্বশেষ খবর