বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাংবাদিক নির্যাতনে এডিটরস গিল্ডের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের ওপর হামলা-মামলার কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে এডিটরস গিল্ড। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের জোট এডিটরস গিল্ড। গতকাল এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, গত ১৩ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন ও তথাকথিত মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানোর ঘটনাটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। তাই জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ এর সঙ্গে জড়িতদের শুধু প্রত্যাহারই যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে মামলা ও বিচার হতে হবে। এদিকে ফটোসাংবাদিক ও ‘পক্ষকাল’ পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজল গত ১০ মার্চ থেকে নিখোঁজ। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশের সংগঠনটি।

সর্বশেষ খবর