শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

শাহাদাতের গণসংযোগে মাস্ক স্যানিটাইজার বিতরণ

নির্বাচন বন্ধের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে গণসংযোগ সীমিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল সকালে তিনি নগরীর ১৯ নং ওয়ার্ডে গণসংযোগ করলেও বিকালে আর বাসা থেকে বের হননি। সকালে সীমিত পরিসরে গণসংযোগকালে তিনি ভোটারদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মো. মারুফ বলেন, ‘নির্বাচনী গণসংযোগ বাতিলের চিন্তা-ভাবনা করা হচ্ছে। দলীয় হাইকমান্ডের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্বাচন বন্ধের দাবি বিএনপির : নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় বিএনপি। সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের এ রকম একটা সংকটে নির্বাচনের নামে জাতিকে এভাবে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া একটা গর্হিত সিদ্ধান্ত। দেশে ১৭ কোটি মানুষ বাস করে। একটা যদি দুর্যোগ হয় তাহলে এর দায়দায়িত্ব কে নেবে? তাই এই মুহূর্তে নির্বাচন বন্ধ করা দরকার।’

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের কাছে মানুষের জীবনটাই মুখ্য। জনগণকে বাদ দিয়ে আমরা রাজনীতি করতে পারব না। সিভিল সার্জন ইতিমধ্যে বলেছেন, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এ অবস্থায় আমরা মনে করি, ইসি মানুষের বিরুদ্ধে কাজ করছে। মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনে যদি নির্বাচন থেকে সরে যেতে হয় তাহলেও আমি রাজি আছি।

সর্বশেষ খবর