শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আন্তর্জাতিক বন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের বন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বন ও জীববৈচিত্র্য মূল্যবান অতি, হারালে অপূরণীয় ক্ষতি’। পরিবেশবাদীরা মনে করেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন, কৃষি সম্প্রসারণ ও নগরায়ণের ফলে বিশ্বব্যাপী বন ও বনভূমি হ্রাস পাচ্ছে। পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য বন অপরিহার্য। অথচ নানাভাবে বনভূমি দখল হচ্ছে। জীবন ও জীবিকার জন্য বন থেকেই মেলে খাদ্য, আশ্রয়, ওষুধ, ছায়া, বিনোদন ও বায়ু। তাই দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বনের ভূমিকা অপরিসীম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর