বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিশু হাসপাতালে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। গতকাল ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় বিনামূল্যে স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছে সংগঠনটি। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শফি আহম্মেদ, উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিনামূল্যে বিতরণের জন্য বিশেষজ্ঞ ক্যামিস্টের পরামর্শক্রমে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী প্রায় ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠনটি।

উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস জানান, আমরা ঢাকাসহ ৫৫ জেলায় প্রায় ৩৫ হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে কয়েক হাজার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি।

সর্বশেষ খবর