শিরোনাম
রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিনামূল্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের পিপিই দেবে স্নোটেক্স

বিনামূল্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের পিপিই দেবে স্নোটেক্স

দেশের খ্যাতনামা রপ্তানিমুখী পোশাক শিল্পপরিবার স্নোটেক্স গ্রুপ করোনাভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরি করতে যাচ্ছে । এর মধ্যে প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বিজিএমইএ, এম অ্যান্ড এস এবং বুয়েটের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের মাঝে সরবরাহ করা হবে । প্রাথমিকভাবে, স্নোটেক্সের তৈরি ৫০০ পিপিই চিকিৎসকদের দেওয়া হবে তাদের মতামত সংগ্রহের জন্য। পরবর্তীতে এই মতামতের পরিপ্রেক্ষিতে পিপিইর প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।  পিপিইর ক্ষেত্রে, সম্পূর্ণরূপে অলাভজনক হিসেবে কাজ করবে স্নোটেক্স। শতভাগ পলিস্টার টাফেটারের উপরে পিইউ কোটিংয়ের ফেব্রিক দিয়ে আপাতত জরুরিভাবে তৈরি করা হচ্ছে। এগুলো শতভাগ প্রফেশনাল পিপিই না হলেও সংকটময় মুহূর্তে জীবনরক্ষার্থে অনেকাংশেই সাহায্য করবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর