রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনা ডায়াবেটিক হাসপাতালে ৩০ শয্যার করোনা ইউনিট

রোগীর সংখ্যা তুলনামূলক কম

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে খুলনা ডায়াবেটিক হাসপাতালে ৩০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আগের মতোই সব রোগের চিকিৎসার জন্য উন্মুক্ত থাকবে। গতকাল খুলনায় করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ সভায় সভাপতিত্ব করেন। জানা যায়, এরই মধ্যে নগরীর বয়রা সিএন্ডবি কলোনি এলাকায় ডায়াবেটিক হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে প্রতিটি শয্যার সঙ্গে আইসিইউসহ প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। রোগীর সংখ্যা বাড়লে অতিরিক্ত শয্যা চালু করা হবে।

একই সঙ্গে কারও শরীরে করোনা উপসর্গ পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে আলাদাভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এ জন্য তিনটি আবাসিক হোটেল প্রস্তুত রাখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর করোনাভাইরাস শনাক্ত হলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের জন্য তাকে খুলনা ডায়াবেটিক হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ খবর