শিরোনাম
সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

পল্লী বিদ্যুতের বিল আদায়ে বাড়াবাড়ি করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিল আদায়ে বাড়াবাড়ি করা যাবে না। এ ছাড়াও  আবাসিক গ্রাহকের ক্ষেত্রে গত বছরের একই সময়/ একই মাসের ব্যবহারের ভিত্তিতে গড় বিল করতে হবে। পল্লী বিদ্যুৎ বোর্ডের পরিচালক মোঃ হোসেন পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এই নির্দেশ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, বিল প্রণয়নের ক্ষেত্রে বিদ্যমান বিলিং সাইকেল অনুসরণ করতে হবে। বিদ্যুৎ বিলের ওপর সিল মেরে ‘আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার গত বছরের একই সময়ের/একই মাসের বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে গড় বিল প্রণয়ন করা হলো। কোনো অসঙ্গতি থাকলে পরবর্তীতে তা সংশোধন /সমন্বয় করা হবে’ উল্লেখ করে গ্রাহকগণকে অবহিত করতে হবে। গ্রাহক ইচ্ছা করলে টেলিটক, বিকাশ রকেট, গ্রামীণ, রবি, শিওর ক্যাশ, ইউ ক্যাশ ও মাই ক্যাশ ব্যবহার করে মোবাইলের মাধ্যমে/ রিচার্জ পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে দুর্যোগকালীন সময়ে গ্রাহক প্রান্তে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য মসজিদের ইমামগণের মাধ্যমে গ্রাহকদের মাঝে লিফলেট বিতরণ করতে হবে। আর আবাসিক গ্রাহক ছাড়া অন্য গ্রাহকদের মিটার রিডিং ও বিলিং কার্যক্রমে বর্তমানে প্রচলিত পদ্ধতি বহাল থাকবে।

সর্বশেষ খবর