মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে বাড়তে পারে সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি সূত্রগুলো বলছে, প্রথমে আরও সাত দিন এই ছুটি বাড়তে পারে। পরে প্রয়োজন অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। আজ এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে সূত্রগুলো বলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সরকার মনে করছে করোনা নিয়ন্ত্রণে ছুটি ভালো ফল দিয়েছে।

গত দুই দিনে নতুন করে কোনো করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত না হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হতে পারে।

এই বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় ছুটি হয়তো বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো কিছু জানি না। এর আগে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে।

সর্বশেষ খবর