বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা চিকিৎসায় ভেন্টিলেটর তৈরি করবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ মোকাবিলায় অত্যন্ত জরুরি চিকিৎসা যন্ত্র  ভেন্টিলেটর উৎপাদন করবে ওয়ালটন। কোম্পানিটি তাদের নিজস্ব কারখানায় ওয়ালটন অক্সিজেন ভেন্টিলেশন যন্ত্রসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরির উদ্যোগ নিয়েছে। চলতি সপ্তাহ থেকেই এসব জরুরি চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু করবে ওয়ালটন। গতকাল অনলাইন সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় ওয়ালটন ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে। স্বল্পতম সময়ের মধ্যে দেশে ভেন্টিলেটর উৎপাদন হবে। এ ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।’ এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। ওয়ালটন সব সময় দেশের মানুষের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আসছে। সে জন্য উদ্ভূত পরিস্থিতিতে জীবনরক্ষাকারী ভেন্টিলেটর, পিএপিআর অক্সিজেন কনসেনট্রেটর, ইউভি ডিসইনফেকট্যান্ট, সেফটি গগলস, প্রোটেকটিভ শিল্ড, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে কাজ করছে ওয়ালটন।

সর্বশেষ খবর