বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে ত্রাণ বিতরণে স্টারস্ অব মুন্সীগঞ্জ ০৭০৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দনিয়া এলাকায় ৫০ দুস্থ পরিবারে কাছে অন্তত চার দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ‘স্টারস্ অব মুন্সীগঞ্জ ০৭০৯’ নামে ফেসবুকভিত্তিক একটি গ্রুপের সদস্যরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রুপটির সদস্যরা দনিয়া এলাকার এসব পরিবারের বাসায় বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চার কেজি চাল, এক কেজি আটা, দুই কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি পিয়াজ, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ ও একটি হাত ধোয়ার সাবান। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- গ্রুপ এডমিন আরাফাত মুন্না, সি এম সায়মন, মডারেটর শোয়েব সবুজ, জহির রায়হান, গ্রুপ সদস্য আশিকুর রহমান, সিমান্ত আসিফ, আতিকুল ইসলাম দিপু, হাসান অনির ও হাসিব রহমান। এদিকে, ঢাকা দক্ষিণ সিটির ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক গতকাল কদমতলীর ঢাকা ম্যাচ কলোনি, চাঁদ টেক্সটাইল, ওয়াসা রেললাইন বস্তি ও ওয়াসা কোয়ার্টারে নিজ উদ্যোগে প্রতি পরিবারকে ৫০০ টাকা, ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ডাল বিতরণ করেন।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়া মীরহাজীরবাগে তার কাউন্সিলর কার্যালয়ে প্রতিদিন অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর