বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রভাবে চলমান সংকটকালে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ‘ফান্ড’ গঠন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তারই ধারাবাহিকতাই গতকাল এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের নির্দেশনা এবং সহযোগিতায় ৭ হাজার পিপিই এবং ২০০ করোনাভাইরাস টেস্টিং কিট এবং তাপমাত্রা মাপার যন্ত্র আমদানি করে আনা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ১০০ পিপিই দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের এমপি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম সহ অন্যরা। এছাড়া আজ দেশের ৬৪ জেলার চেম্বার অব কমার্সের মাধ্যমে জেলা সরকারি হসপিটালে ৫০ পিস করে পিপিই দেওয়া হবে এবং ঢাকার মিটফোর্ড হসপিটালসহ আরও দুই হসপিটালে পিপিই দেওয়া হবে।

এছাড়া এ অবস্থানে যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন যেমন- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রেপিড একশন ব্যাটেলিয়ন, বাংলাদেশ ব্যাংক, আইসিডি, এনবিআর, চট্টগ্রাম পোর্ট, ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে যারা কর্মরত আছেন তাদের নিরাপত্তার স্বার্থেও এই পিপিই দেওয়া হবে।

সর্বশেষ খবর