সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রতিষেধক আবিষ্কারে নতুন প্রযুক্তি

প্রতিদিন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) ঠেকাতে বিভিন্ন দেশের গবেষকরা ভ্যাকসিন আবিষ্কারে জোর তৎপরতা চালাচ্ছেন। চীনা গবেষকরা চলতি মাসেই একটি ভ্যাকসিন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এ ছাড়া প্রতিষেধক আবিষ্কারে আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাও নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। সূত্র : রয়টার্স, বিবিসি। চীন গত মাসেই জানিয়ে রেখেছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে তাদের গবেষণা চলছে। ক্লিনিক্যাল এবং জরুরি গবেষণার কাজে ব্যবহারের জন্য এপ্রিল মাসেই কিছু ভ্যাকসিন বাজারে চলে আসবে।

সর্বশেষ খবর